যার কথা বেশি শোনা যাচ্ছে তিনি হচ্ছে আর কেও না তিনি হল পরী মনি। কিছুদিন আগে social মিডিয়াতে যানায় তিনি মা হতে চলেছে। বিয়ের আগে বাচ্ছা কিভাবে এটা সবাই সুনে আকাশ থেকে পড়লো । কিন্তু তিনি জানাই কিছুদিন আগে রাজ এর সাথে বিয়ে করেন। যেখানেই কোন কথা সেখানে পরির কথা থাকবেই নিশ্চয়। তাই ত এইবারও পরী নতুন ভাবে নিজের বিয়ের কথা keepnewsbd কে জানাই। তিনি আর বলেন তাদের পরিবারের কথা মতই তারা বিয়ে করেছেন। বেশ কয়েকবার মিডিয়া জগতে ভাইরাল হয়েছেন পরী মনি। চলচিত্রে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক বেশি জায়গা করে নিয়েছেন তিনি। ভালো চলচিত্র থেকে শুরু করে সুন্দরী সব দিক থেকেই বেশ নাম। সব থেকে জনগনকে বেশি নারা দেই যখন তিনি তার বাচ্চার কথা প্রকাশ করেন এবং শরীফুল রাজের কথা প্রকাশ করেন। তিনি জানান রাজকে তিনি বিয়ে করেছেন বেশ কিছু দিন আগে। তবে বিয়ের কথা আলোচনায় আসার আগেই আলোচনায় এসেছেন বাচ্চার কথা।
জনগণের কাছে সব থেকে বেশি আলোচনায় এসেছেন যে বাচ্চার বাবা কে। পরে সবাই জানতে পেরেছেন যে বাচ্চার বাবা আর কেউ না "শরিফুর রাজ"। রাজের সাথে অনেক দিনের সম্পর্ক পরীর। কিন্তু এই বিষয় জানতেন না কেউ। হঠাৎ করে বাচ্চা হওয়ার মাধ্যমে সবাই রাজ এবং পরীর কথা জানতে পারেন।
বেশ কিছু দিন আগে হোটেলে মারধর এর ব্যাপারে বেশ ভালোই মিডিয়া জগতে ভাইরাল হয়েছিলেন পরী। তারপর থেকেই বেশি মিডিয়া জগতে ভাইরাল হোন তিনি। সেই থেকে পাবলিকের চোখে বেশি থাকেন পরী।
ইয়াং ছেলে থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবার ক্রাস পরী মনি। পরী মানেই আগুন। যেমন সুন্দরী তেমন অভিনেত্রী। সব দিক থেকেই বেশ কদর। অনেক সিনেমার অভিনয় করেছেন পরী। আগে তেমন জনপ্রিয় না থাকলেও এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন পরী।
১ম জানা যায় পরীর বাচ্চার কথা তারপর শোনা যায় বাচ্চার বাবার কথা এবং এখন ভাইরাল হয়েছেন বিয়ের অনুষ্ঠানের কথা। এক কথায় বলতে গেলে উল্টা দিক থেকে হয়ে আসছে পরীর বিয়ে। কারন সকলের বিয়ের বিষয় হয় আগে বিয়ে অনুষ্ঠান তারপর বাচ্চা কিন্তু ঠিক তার উল্টো দিকে লক্ষ করলে বোঝা যায় পরীর ঠিক উল্টোটা দেখা যায়। এটা নিয়ে বেশ কথার ঝড় উঠেছেন মিডিয়া জগতে। মিডিয়া জগতে ঢুকলেই দেখা যায় পরীর এবং রাজের হলুদের ছবি। এবং বিয়ের ছবি।
একদিকে ভাইরাস অনদিকে পরী ভাইরাল। এখন সকলের কথা পরীকে নিয়ে। যেখানে কথা সেখানে পরী থাকবেই৷ পরী এখন চারিদিকে। যেখানেই যান না কেনো পরীর কথা থাকবেই। পরী মনি চলচিত্র জগতে আসেন প্রায় ১০ থেকে ১২ বছর আগে। সেই সময় পরী নামের কাউকে কেউ চিনতেন না। কিন্তু কিছু বিষয় ভাইরাল হওয়ার পর থেকে পরীকে সবাই চিনে গেছে। পরী এখন সবার আনাগোনায়।
সব থেকে মজার বিষয় হলো এইবার দিয়ে মোট ১ বার না ২ বার না ৫ম বারের মত বিয়ে করলেন পরী মনি। তার জীবনে শুধু বিতর্ক রয়েছে। তাকে ঘিরে শুধু বিতর্ক আর বিতর্ক। তার ব্যাক্তিগত হোক বা চলচিত্র হোক তার পিছু ছাড়েনা বিতর্ক। এক কথায় বলা যায় বিতর্ক তার সঙ্গী। কখন মাদক মামলা, কখনও বিয়ে বা প্রেম আবার কখনও বা যৌন হয়রানি, এইসবের মধ্যে থাকতে হয় পরী মনির। তাই বলা যায় তার সাথে বিতর্কের একটা সম্পর্ক রয়েছেন।
শরীফুর রাজ চলচিত্র জগতে বেশ নাম। তিনিও খুব ভালো একজন অভিনেতা। সকলের পরিচিত মুখ শরীফুল রাজ। পরী মনি আগেই জানিয়েছেন "গুনিন" সিনেমার শুটিং এর মধ্যে তারা নিজেদের মধ্য বিয়ে করেন। তবে বাচ্চার কথা আসতেই ফের বিয়ে করলেন দুজনে।
গত ১৭ অক্টোবর মাসে তারা নিজেদের মধ্য বিয়ে করেন। বিয়ের ৩ মাস পরে আবারো বিয়ে পিরিতে বসেন রাজ ও পরী। বিয়ের দিন তারা দুজনে মিল রেখে বিয়ের কাপড় পরিধান করেছিলেন।
বিয়েতে যেমন বউ কান্না করে, ঠিক তেমন ভাবে কান্নায় ভেঙে যায় পরী। সকলের একটাই প্রশ্ন এবার কি থাকবে রাজের সাথে তার সম্পর্ক?। আবার অনেকেই বলছে যেহুতু বাচ্চা নিয়েছেন সেহুতু রাজের সাথেই থেকে যাবেন বাকিটা সময়।
পরী মনি মানেই কোন না কোন ঝলক । যখন গরম নিউজ তখন পরী থাকবে না এটা কেমনে হয়। তাই যখন নিউজ গরম হবে থিক তখন পরী ভাইরাই । গত শনিবার বনানীর নিজের বাসায় বিয়ে সম্পূর্ণ করেন তিনি। তবে একটা মজার বিষয় হল তাদের বিয়ে মাত্র ১০১ টাকা দেনমহর বিয়ে সম্পূর্ণ করেন। এ থেকে বঝা যায় তাদের ভালবাসা কখন ছেরে যাবেনা । বিয়ে নিয়ে তার মা যিনি পরী কে ছোট থেকে বড় করেছেন তিনি বলেন ''পরীর বিয়ের কিছুই জানতেন না তিনি''। ১৭ তারিখ এর বিষয় তাদের পরিবার কেও জানতেন না।
সবাইকে জানানোর জন্য গত শনিবার আনুষ্ঠানিক বিয়ে সম্পূর্ণ করেন। যেখানে উপস্থিন ছিলেন চলচিত্রের অনেকেই। রাজ বলেন বলতে পারেন ছবি তোলার জন্য আনুষ্ঠানিক বিয়ে করলাম। সবার দুয়া পরী এবং রাজ সুখি হক। সুখি হক পরী মনি ও সরিফুল রাজ।
إرسال تعليق